২৮ নভেম্বর, ২০২২,'দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সেলিং সেন্টার' এর জন্য একটি স্মরণীয় এবং অত্যন্ত আনন্দের দিন। আজ সকাল ১১ঃ৫০ মিনিটে দীপশিখা হাসপাতালে সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে হিমায়িত ভ্রূন থেকে ১ম টেস্টটিউব বেবির জন্ম হয়েছে। এই ঘটনাটি ডা. নিবাস পাল স্যার তথা দীপশিখা পরিবারের জন্য অত্যন্ত গর্বের। কারণ আমাদের এতদিনের পরিশ্রম আজ পূর্নতা পেয়েছে। মা, বাচ্চা দুই জন ই সুস্থ আছেন। সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন। আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের সাথেই থাকবেন।